পাঁচবিবি ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্র হলরুমের কাজের উদ্বোধন

মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | ৮:০১ অপরাহ্ণ

পাঁচবিবি ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্র হলরুমের কাজের উদ্বোধন
পাঁচবিবি ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্র হলরুমের কাজের উদ্বোধন
apps

জয়পুরহাটের পাঁচবিবির ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্র হলরুমের কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জিওবি ও জাইকার অর্থায়নে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ৩য় তলা বিশিষ্ট ১ম তলা পরীক্ষা কেন্দ্র হলরুমের কাজের উদ্বোধন করেন কলেজের গভর্নিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।

এ সময় সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না,পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান,গভর্নিং কমিটির সদস্য মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) লোকমান হোসেন,বিদ্যুৎসাহী সদস্য মনোরঞ্জন দাস রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রভাষক সুদর্শন সরকার, শিক্ষক প্রতিনিধি একেএম আমিনুল ইসলামসহ কমিটির সকল সদস্যবৃন্দ ও কলেজের সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। কাজের উদ্বোধন শেষে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওঃ মীর শহীদ।

Development by: webnewsdesign.com