পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | ১১:৩৭ পূর্বাহ্ণ

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে মটরসাইকেল দুর্ঘটনায় শাহানুর হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার বেলা ১২ টায় পাঁচবিবি-চেঁচড়া রাস্তার পলাশগড় হাফেজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানুর উপজেলার তাজপুর গ্রামের মাসুদ রানা ছেলে এবং ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র।

প্রতিবেশি ও ধরঞ্জী মাদ্রাসার সহকারী সুপার বাবুল হোসেন জানান,সকালে শাহানুর ও তার চাচাতো ভাই সাবু তাদের ফুফার মটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে রতনপুর বাজারে যাওয়ার সময় পাঁচবিবি-চেঁচড়া রাস্তার পলাশগড় হাফেজিয়া মাদ্রাসার সামনে হঠাৎ মটরসাইকেলের সামনের চাকা বাস্ট হয়।

এসময় মটরসাইকেল চালক সাবু হাইড্রলিক ব্রেক করলে পিছনে বসে থাকা শাহানুর ছিটকে পাকা রাস্তায় মুখ থুবড়ে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহানুরের অবস্থার অবনতি হলে পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

Development by: webnewsdesign.com