পাঁচবিবিতে সড়কের দুই পার্শ্বের গাছ ভেঁঙ্গে ফসলের ক্ষতি

শুক্রবার, ১০ জুন ২০২২ | ৫:১৮ অপরাহ্ণ

পাঁচবিবিতে সড়কের দুই পার্শ্বের গাছ ভেঁঙ্গে ফসলের ক্ষতি
apps

কয়েক দিনের ঝড়-বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পাকা রাস্তার দুই পার্শ্বের ছোট-বড় গাছ ভেঁঙ্গে যায়। গাছগুলোর কান্ড,ডাল ও পাতায় কৃষকের জমিতে আচঁড়ে পড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বন বিভাগের মাধ্যমে উপকার ভোগিরা রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছিলেন।উপজেলার পাঁচবিবি-রতনপুর রাস্তার সমসাবাদে বড় ২’টি গাছ ভেঁঙ্গে ওই এলাকার এমদাদুলের কলার বাগানে আচঁড়ে পড়ে অনেকগুলো কলাগাছ নষ্ট হয় যায়।

এমদাদুল বলেন, গাছ পড়ে শুধু আমার কলাগাছেরই ক্ষতি হয়নি এখন বাগান পরিস্কার করতেও নানান সম্যসায় পড়তে হচ্ছে। কলার বাগান শেষে ওই জমিতে অন্য ফসলের জন্য হালচাষেও অসুবিধা হবে। একই এলাকার মুদিদোকানী মোস্তফা বলেন,আমার দোকানের পাশে বড় একটি তরল গাছ কয়েক বছর আগে মরে গেছে। ঝড়-বাতাসে ডাল-পাতা কবে উড়ে গেছে শুধু মরা গাছটি বিদ্যুতের খুটিরমতো দাঁড়িয়ে আছে।

গাছটি কোনদিন যে আমার দোকানের উপর পড়ে এই ভয়ে নিয়েই থাকতে হয়।একই রাস্তার বড়মানিকে একটি তরল গাছ ঘাঁশের জমিতে পরে ব্যাপক ক্ষতি সাধন করে। এছাড়া উপজেলার বিভিন্ন রাস্তার গাছ ভেঁঙ্গে ফসলের ক্ষতি হয়েছে। ফসলের উপর ভেঁঙ্গে পড়া গাছগুলো অতিদ্রুত সরিয়ে নিতে যথাযথ কর্তৃপক্ষর প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী।

উপজেলা বনবিভাগ ও র্নাসারি কর্মকর্তা হারুন-উর-রশিদ বলেন বিষয়টা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।কৃষকের সমস্যা সমাধানে টেন্ডারের মাধ্যমে ঝড়ে পড়া গাছগুলো বিক্রয়ের জন্য উপজেলা কমিটিকেও অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

Development by: webnewsdesign.com