প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষে সারাদেশের ন্যায়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯ টা থেকে শুরু হয় নির্বাচনের ভোট গ্রহণ।ভোট গ্রহণ চলে দুপুর ১ টা পর্যন্ত।এতে পাটাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবু তালহা ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। আবু তালহা বিজয়ী হওয়ায় ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দন উল্লাস করে।
আবু তালহা আজ ও আগামীকাল পত্রিকার সাংবাদিক নবির উদ্দিনের নাতি ও পাটাবুকা গ্রামের তোফাজ্জল হোসেন ও ইউপি সদস্য মোছা তামান্না বেগমের ছেলে। এছাড়াও উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
Development by: webnewsdesign.com