জয়পুরহাটের পাঁচবিবিতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপজেলার ৩০জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
আজ রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কনফারেন্স শেষে উপজেলার ৩০ জন ভুমিহীন, অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে শেখ হাসিনার দেওয়া বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।
Development by: webnewsdesign.com