পাঁচবিবিতে ভূমিহীনদের গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

শুক্রবার, ০৫ মার্চ ২০২১ | ৪:৪৩ অপরাহ্ণ

পাঁচবিবিতে ভূমিহীনদের গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
apps

মুজিব শতবর্ষ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দ্রী এলাকায় এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহের নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করেন তিনি।

এসময় সেখানে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সহকারি কমিশনার (ভুমি) অফিসার এম এম আশিক রেজা, উপজেলা দূর্যোগ বাস্তবায়ন প্রকৌশলী রায়হান শরীফ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হবিবর রহমান হবু ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৫

Development by: webnewsdesign.com