জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির অভিযান চালিয়ে ভারতীয় ৩টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় উপজেলার হাটখোলা মাঠ থেকে আটক করা হয়।
একই রাতে অপর এক অভিযানে ভাইগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। হাটখোলা ক্যাম্প কমান্ডার বলেন, রবিবার রাতে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে চোরাকারবারীরা হাটখোলা দিয়ে দেশের অভ্যন্তরে গরু পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের টহলদলের সদস্যরা সেখানে অবস্থান নেয়। এসময় একদল চোরাকারবারী গরু নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো রেখে তারা পালিয়ে যায়। পরে গরু ৩টি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটোর নির্দেশে পরবর্তীতে প্রকাশ্যে নিলামের মাধ্যমে গরুগুলো বিক্রয় করা হবে বলেও জানিয়েছেন।
Development by: webnewsdesign.com