পাঁচবিবিতে বিএনপির অফিসে দুর্বৃত্তের আগুন

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১ | ৪:১৮ অপরাহ্ণ

পাঁচবিবিতে বিএনপির অফিসে দুর্বৃত্তের আগুন
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা চলাকালে অফিসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়,ওই দিন বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে ৮ টি ইউনিয়ন নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা চলছিল।সন্ধ্যায় মতবিনিময়ের শেষ পর্যায়ে ৭-৮ জন দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে অতর্কিত ঢুকে পড়ে এবং নেতৃবৃন্দকে মারপিটসহ আসবাবপত্রে তছনছ করে।এর এক পর্যায়ে দলীয় কার্যালয়ের বারান্দায় থাকা উপজেলা আহবায়কের ইয়ামাহা এফজেড গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্র্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মটরসাইকেলটি পুড়ে অকেজো হয়ে যায়।

এ ঘটনার উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী ও পৌর যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Development by: webnewsdesign.com