পাঁচবিবিতে বালু মহালকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে আহত-৭

বুধবার, ২১ এপ্রিল ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ

পাঁচবিবিতে বালু মহালকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে আহত-৭
apps

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ছোট্ট যমুনা নদীর বালু মহালের বালু কাটাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ৬-৭ জন গুরুত আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়,উপজেলার বাগজানা ইউনিয়নের গঙ্গাপ্রসাদ মৌজায় ছোট্ট যমুনা নদী খননের কাজ চলছিল। সেখানে ইরি-বোরো ধানের ক্ষেত থাকায় এটম নামের স্থানীয় এক যুবক ভেকুর ড্রাইভারকে ধান ক্ষেতের পাশ থেকে নদী খনন কাজ বন্ধ করতে বলে। অতপর,নদী খনন বন্ধ না করলে ঐ যুবক ভেকুর ড্রাইভারকে মারধর শুরু করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের স্থানীয় ও বহিরাগত (ভাড়াটিয়া) যুবকরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে দু’দফা সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে বালু ব্যবসায়ী রাসেল,নিশি চন্দ্র, বায়োজিদ, সুমন, সাদ্দামসহ উভয় পক্ষের ৬-৭ জন গুরুত আহত হন।

এদিকে খবর পেয়ে, পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আহতরা মহিপুর ও জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এব্যাপারে সংঘর্ষের সত্যতা স্বীকার করেন বাগজানা ইউপির সদস্য ও প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি শান্ত করা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

Development by: webnewsdesign.com