পাঁচবিবিতে ফেনসিডিলসহ ৫ মাদক চোরাকারবারী আটক

মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | ২:৩৬ অপরাহ্ণ

পাঁচবিবিতে ফেনসিডিলসহ ৫ মাদক চোরাকারবারী আটক
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় ১২ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,উত্তর গোপালপুর গ্রামের মৃত শহিদুল সরদারে ছেলে আঃ রহিম সরদার @ পাপ্পু (২৩), একই গ্রামের নুর ইসলাম বাবুর ছেলে স্বাধীন (২০),বাবর আলী মন্ডলের ছেলে রব্বুল মন্ডল (২২),দুলাল হোসেনের ছেলে রেজওয়ান (২৩) ও বাগজানা গ্রামের সাহেব আলীর ছেলে বিল্লাল হোসেন (১৯)।

পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান,উত্তর গোপালপুর গ্রামে ভারতীয় ফেনসিডিল কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের মাদক আইনে জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

Development by: webnewsdesign.com