পাঁচবিবিতে ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক

শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | ৫:৫৬ অপরাহ্ণ

পাঁচবিবিতে ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৫৭ বোতল ফেনসিডিলসহ এমদাদুল হক (৩৫) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ।

আজ শনিবার ভোর রাতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা গ্রামের ঈদগাহ মাঠের পার্শ্বে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রতনপুর (নদীরধার) গ্রামের তমছের প্রামানিকের ছেলে।

পাঁচবিবি থানার এস,আই (নিঃ) মোঃ সাগর সরকার বলেন, কোকতারা গ্রামের ঈদগাহ মাঠের পার্শ্বে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫৭ বোতল ফেনসিডিলসহ এমদাদুল হককে হাতেনাতে আটক করা হয়। পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com