পাঁচবিবিতে ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ২:৫৭ অপরাহ্ণ

পাঁচবিবিতে ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিলসহ মোঃ মনির হোসেন (২৭),নামের এক মাদক চোরাকারবারিকে আটক করছে র‌্যাব-৫।

আজ শনিবার (১২ সেপ্টেমম্বর) রাতে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

জয়পুরহাট র‌্যাব-৫,কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ,পিপিএম-সেবা জানান,গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবির রঘুনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৫ ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি মোঃ মনির হোসেন (২৭), কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মোঃ মনির হোসেন দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্নস্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃত মনির হোসেন গাজীপুর টঙ্গী পশ্চিম থানার, আউচ পাড়ার ৫৪ নং ওয়ার্ড এলাকার মোঃ আঃ বারেক এর ছেলে। আটককৃতের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com