পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে ৪ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ

সোমবার, ০৯ আগস্ট ২০২১ | ২:১০ অপরাহ্ণ

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে ৪ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ
apps

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ফতেপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে ৪ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।

পাঁচবিবি থানার অভিযোগ সূত্রে ও বাদীর জবান বন্দীতে জানা যায় যে, ঘটনার দিন ২ আগস্ট সোমবার বিকেলে ফতেপুর গ্রামের রায়হান এর ৪ বছরের শিশু কন্যা রাহিমুনি ও কাবিল এর নাতি জয় বাবু (৩) বালু নিয়ে কাবিলের বাড়ির পার্শ্বে খেলছিল। খেলার সময় কাবিলের নাতি জয় বাবু বালু হাতে নিয়ে পিছন থেকে তার দাদা কাবিলের গায়ে মারে। কাবিল রাগ হয়ে ২ শিশুকে ধাওয়া করে। বাচ্চা ২টি দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। কিন্তু রায়হানের ৪ বছরের শিশু কন্যাকে কাবিল ধরে ফেলে এবং রাগান্বিত হয়ে পার্শ্বের পুকুরে ফেলে দেয়। পুকুরে পানি কম থাকায় বাচ্চাটি পানির মধ্যে হাবুডুবু খেয়ে পুকুরের গাইড ওয়াল ধরে উপরে উঠার চেষ্টা করে। পরে শিশুটির বাবা পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

এই বিষয়ে শিশুটির বাবা সাংবাদিকদের জানান, আমি বাদী হয়ে ৩ আগস্ট মঙ্গলবার পাঁচবিবি থানার একটি অভিযোগ করি। অভিযোগের ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন আইনী ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি আরো বলেন,জায়গা মাপযোগ নিয়ে পাশের্^র বাড়ি কাবিলের সাথে আমার পূর্ব শত্রুতা ছিল। এই জন্য আমার ৪ বছরের শিশু কন্যাকে কাবিল হত্যার উদ্দেশ্যে পানিতে ফেলে দেয়। আমি এর উপযুক্ত বিচার দাবী জানাচ্ছি। এই বিষয়ে কাবিলের সাথে কথা হলে তিনি জানান, গায়ে বালু দেওয়ায় রাগান্বিত হয়ে আমি এই কাজ করেছি।

পাঁচবিবি থানার ওসি তদন্ত সারোয়ার আলম সাংবাদিককের বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন ২-১ দিনের মধ্যে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Development by: webnewsdesign.com