পাঁচবিবিতে নেশাদ্রব্যসহ দম্পতি আটক

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | ১:২৫ অপরাহ্ণ

পাঁচবিবিতে নেশাদ্রব্যসহ দম্পতি আটক
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নওদা সরদারপাড়া এলাকা থেকে এই দম্পতিকে আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৮৯০ পিচ এ্যাম্পল উদ্ধার করা হয়। আটককৃত দম্পতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চেংগ্রামের রহিম মন্ডলের ছেলে রবিউল ও তার স্ত্রী মিতু আক্তার (২৮)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল নিয়ে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় যাচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলার নওদা সরদারপাড়া এলাকা থেকে এই দম্পতিকে আটক করা হয়।

Development by: webnewsdesign.com