জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীতে নেমে স্রোতের মাঝে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো জুবায়ের আরিশ (১৪) নামে এক কিশোরের । শনিবার বিকেলে উপজেলার বড়মানিক মাউরীতলা ব্রীজের নিচে এ ঘটনা ঘটে। মৃত জুবায়ের আরিশ উপজেলার বালিঘাটা গ্রামের আব্দুল আলিমের ছেলে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, কিশোর আরিশ বিকেলে ছোট যমুনা নদীর ধারে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়।এ সময় সে নদীতে নেমে সেলফি তুলতে গেলে পা পিছলে পড়ে যায়। নদীতে স্রোত থাকায় সে দ্রত পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেক খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Development by: webnewsdesign.com