উভয় পাড়ের কৃষকের জমির ফসল রক্ষার্থে জয়পুরহাটের পাঁচবিবিতে তুলশীগঙ্গা নদী পুন:খনন কাজের উদ্বোধন করলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পাথরঘাটার মন্দির পার্শ্বে পুন:খনন এ কাজের ফলক উন্মোচন করা হয়।
এসময় পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ, থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, কুসুম্বা ইউপি চেয়ারম্যান মুক্তার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সুমন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক, উচাই আদিবাসী জেরকা সিং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গজেন্দ্র নাথ সরকার, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিহাদ মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিনুর মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে বহরমপুর ব্রিজ থেকে হাবিবপুর এলাকা পর্যন্ত ১১ কিঃমিঃ এ খনন কাজ করা হবে।
Development by: webnewsdesign.com