পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ | ৮:০৮ অপরাহ্ণ

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাঁচবিবি স্টেশনের অদূরে ফেনতারা নামকস্থানে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার দুপুরের পর নিহত ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান,স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ওসি।

Development by: webnewsdesign.com