পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষ নিহত-১, আহত-৬

রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ৮:৪৫ অপরাহ্ণ

পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষ নিহত-১, আহত-৬
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপরে হামলায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত রইচ উদ্দীনের ছেলে শাহাজান আলী (৩০) নিহত হয়। এ ঘটনায় রবিবার ১৪ ই ফেব্রুয়ারি বিকেলে মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক এবিএম মোজাম্মেল হক তালুকদার ও তার ছোট ভাই পবনসহ ৬ জন ও অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাবি বেদেনা আক্তার। যার মামলা নং-১৬।

ঘটনার বিবরণে জানা যায়, “গত ১২ ই ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাহাজাদপুর এলাকায় জমিজমা সংক্রান্ত জের ধরে নিহতর পরিবার ও মামলার আসামীদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পরে ৬ জন আহত হলে,বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহজাহানের মৃত্যু হয়।

মামলার বিষয়টি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব নিশ্চিত করেছেন।

Development by: webnewsdesign.com