পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

শনিবার, ১৪ জুন ২০২৫ | ১১:০৩ পূর্বাহ্ণ

পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে তিন শতক জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ওবাইদুর (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩জুন) দুপুরে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওবাইদুর মালিদহ গ্রামের সইরুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওবাইদুর এর সাথে একই এলাকার ছইমদ্দিনের তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই তিন শতক জমি নিয়ে মামলাও চলমান রয়েছে।

শুক্রবার দুপুরে ছইমদ্দিনসহ ১০ থেকে ১৫ জন লাঠিসোটা নিয়ে ওবাইদুরের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ী আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওবাইদুরকে মৃত ঘোষনা করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Development by: webnewsdesign.com