জয়পুরহাটের পাঁচবিবিতে চাঁদাবাজি ও হুমকির দায়ে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রভাতের আলোর ব্যুরো প্রধান এসএম শামীম হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।রোববার রাতে উপজেলা স্টেডিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়।আটককৃত শামীম হলেন পৌর শহরের মাষ্টারপাড়া এলাকার আব্দুল আজিজ এর ছেলে ও তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলায়।
পুলিশ জানায়, চলতি মাসের ২১ তারিখে বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা হিসাব রক্ষক অফিসে আসনে এ্যাডঃ নুর-ই-আলম তার স্ত্রী ও শ্বাশুড়ী পেনশনের টাকা উত্তোলনের জন্য।সেখানে জটিলতা হলে এ্যাডঃ নুর-ই-আলমকে তার স্ত্রী মুঠো ফোনে ডাকেন।ওই অফিস থেকে আসার পথে তার স্ত্রীর সাথে সাংসারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।সেখানে পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রভাতের আলোর ব্যুরো প্রধান এসএম শামীম হোসেনসহ কয়েক জন ব্যক্তিরা গোপনে ভিডিও ধারণ করে। পরে এ্যাডঃ নুর-ই-আলম এর কাছে ৫০ হাজার টাকা দাবি করে শামীম।
এঘটনায় এ্যাডভোকেট নুর-ই-আলম সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ -২ নম্বর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।মামলার হওয়ার পর রোববার রাতে উপজেলা স্টেডিয়ামের সামনে থেকে এসএম শামীম হোসেনকে আটক করা হয়।আজ সোমবার সকাল ১১ টায় জয়পুরহহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন,আদালতের নিদের্শে আসামী সাংবাদিক এসএম শামীম হোসেনকে আটক করা হয়।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com