পাঁচবিবিতে চতুর্থ বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হলেন শফিকুল আলম বাবু

সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ৮:১৩ অপরাহ্ণ

পাঁচবিবিতে চতুর্থ বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হলেন শফিকুল আলম বাবু
ইউপি সদস্য শফিকুল আলম বাবু
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থবারের মতো কুসুম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুল আলম বাবু। আজ ৭ ফেব্রুয়ারী উপজেলার একটি ইউনিয়নে গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বেসরকারি ফলাফলে জানা যায়,কুসুম্বা ইউনিয়নের ২ ওয়ার্ডে চার জন প্রার্থীর মধ্যে তালা মার্কা প্রতীকের প্রার্থী মো: শফিকুল আলম বাবু পেয়েছেন ৬ শত ৭৭ ভোট এবং তার নিকটতম মরগ মার্কা প্রতীকের প্রার্থী আনিছুর রহমান পেয়েছেন ৫ শত ভোট।
চতুর্থবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় বাবু এলাকায় সবচেয়ে বেশিবার নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

Development by: webnewsdesign.com