মহামারি করোনা ভাইরাসে জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের মানুষের মাঝে ওএমএসের চাল-আটা বিক্রয় শুরু করা হয়েছে। আজ রবিবার দুপুরে পৌরসভার ১০ টি পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন।
এসময় সেখানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী,এলএসডি শফিকুল ইসলাম বিপ্লব ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাঈদ আল আমিন সাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতি কেজি চাল ৩০ ও আটা ১৮ টাকা দরে বিক্রি করবে।একজন ব্যক্তি ৫ কেজি আটা ও ৫ কেজি চাল ২৪০ টাকায় নিতে পারবেন। সপ্তাহে ৩ দিন সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল-আটা বিক্রয় করা হবে। আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ডিলারা।
Development by: webnewsdesign.com