পাঁচবিবিতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন

শনিবার, ১৭ এপ্রিল ২০২১ | ৫:৪৯ অপরাহ্ণ

পাঁচবিবিতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের আজকের এই দিনে অবিভক্ত বাংলাদেশ মুজিব নগর স্বাধীন-সার্বভৌম সরকারের প্রথম শপথ গ্রহণ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এই সরকার গঠন করা হয়।

এ দিবসটি পালন উপলক্ষে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পাঁচবিবি পৌর পার্কে বঙ্গবন্ধু ও জাতিয় চারনেতা এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় সেখানে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের নেতা দেওয়ান সিরাজুল ইসলাম, যুবলীগের নেতা ফরহাদ আলম জুয়েল,আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম মাস্টার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭

Development by: webnewsdesign.com