পাঁচবিবিতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | ৮:২১ অপরাহ্ণ

পাঁচবিবিতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মিশকাত হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের হরেন্দা নামকস্থনে এই দুর্ঘটনা ঘটে। মিশকাত উপজেলার হরেন্দা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। কিমপুর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ২০২২ ইং শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের এর শিক্ষার্থী ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, মিশকাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। এসময় রাস্তা পার হওয়ার সময় শালাইপুর থেকে পাঁচবিবি বাজারমুখী বেপরোয়া গতিতে আসা ইজিবাইকের ধাক্কায় মিশকাত গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

 

Development by: webnewsdesign.com