পাঁচবিবিতে আদিবাসী মহিলাকে পিটিয়ে হত্যা!

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | ১২:১২ অপরাহ্ণ

পাঁচবিবিতে আদিবাসী মহিলাকে পিটিয়ে হত্যা!
apps

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর (ভেদলার মোড়) গ্রামে আরতী রানী উড়াও (৩৮) নামের এক আদিবাসী মহিলাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে খগেন উড়াও এর বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীরা অতর্কিত হামলা চালায়। তারা খগেন উড়াওয়ের স্ত্রী আরতী রানীকে বেদম মারপিট করে। স্থানীয়রা তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাতেই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রবিবার রাতে আরতী মারা যায়।

পাঁচবিবি সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইসতিয়াখ আলম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Development by: webnewsdesign.com