পাঁচবিবিতে আদালত অবমাননা করায় জিএমসহ ২জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৩২ অপরাহ্ণ

পাঁচবিবিতে আদালত অবমাননা করায় জিএমসহ ২জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে আদালত অবমাননার দায়ে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির প্রধান নির্বাচন কমিশনার হেদায়েত উল্লাহ কবির ও জিএম রবিউল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করছেন।

 

গত ৩০শে জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম এ রব হাওলাদার এ রায় প্রদান করেন। আদালত ও মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে ৫নং এলাকা পরিচালক পদে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের প্রেক্ষিতে মাসুদ পারভেজ রানা নামক এক ব্যক্তি জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রবিউল হক এবং প্রধান নির্বাচন কমিশনার মোঃ হেদায়েত উল্লাহ কবিরকে বিবাদী করে গত ২রা জানুয়ারী জয়পুরহাটের পাঁচবিবি সহকারী জজ আদালতে মামলা করেন।

 

 

গত ১৪ জানুয়ারী জেলা জজ আদালত এক রায়ে নির্বাচনের উপর স্থগিতাদেশ এবং আগামী এক মাসের মধ্যে পুন:তফশিল ঘোষনা করে নির্বাচন পরিচালনা করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ প্রদান করেন আদালত। এই আদেশ জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও প্রধান নির্বাচন কমিশনার পাওয়ার পরও কার্যকর না করে তরিঘরি করে গত ২৬ জানুয়ারী নির্বাচন পরিচালনা করেন। এদিকে আদালতের আদেশ অমান্য ও লঙ্ঘন করায় মাসুদ পারভেজ রানা গত ২৮ শে জানুয়ারী জেলা জজ আদালতে একটি ভায়োলেশন মামলা দায়ের করেন।

 

 

 

 

উক্ত মামলার শুনানী শেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম এ রব হাওলাদার জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির পাঁচবিবি ৫ নং এলাকার নির্বাচন বাতিল ও জিএম রবিউল ইসলাম ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার হেদায়েত উল্লাহ কবিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আদালত আগামী ৬ ফেব্রুয়ারী গ্রেফতারী প্রতিবেদন তামিল পূর্বক দাখিলের জন্য দিন ধার্য করেন।

Development by: webnewsdesign.com