নরসিংদীর ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কে. জি. গুপ্ত উচ্চ বিদ্যালয়ে শততম সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দুলু চন্দ্র সূএধর আহবায়ক পঞ্চমী রানী দেবনাথ কে সদস্য সচিব করে কানন সাহা, ছন্দা রানী সাহা, সুজিত কুমার দাস, সুজন দত্ত, জীবন কুমার দাসকে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
সকাল ৮ টা ১ মিনিটে প্রতিমা স্হাপন, ৯ টা ১ মিনিটে দেবী আরাধনা, ১০ টা ৩০ মিনিটে প্রসাদ বিতরন, ১২ টা ৩০ মিনিটে অতিথি আপ্যায়ন করা হয়। বিদ্যালয়ের হিন্দু শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা, এলাকার অভিভাবকবৃন্দ, অঞ্জলি প্রদান করেন। সম্প্রদায়ের মানুষ মনে করে সরস্বতী পূজা করা হয় সত্য, ন্যায় ও জ্ঞানের জন্য। বিদ্যালয়ের শিক্ষার্থী রাএি সূএধর জানায়, স্কুলে পূজা করার অানন্দ অন্য রকম।
শততম সরস্বতী পূজা উপলক্ষে আয়োজন ছিল অন্যরকম। অন্য রারের তুলায় এ বছর আপ্যায়নের বাজেট বেশি ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর পূজার সার্বিক সহযোগিতায় ছিলেন।
Development by: webnewsdesign.com