পশ্চিমারা ইউক্রেন সংঘাত দীর্ঘ করার সব চেষ্টা করছে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ | ৪:৪৪ অপরাহ্ণ

পশ্চিমারা ইউক্রেন সংঘাত দীর্ঘ করার সব চেষ্টা করছে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
apps

পশ্চিমা দেশগুলো ইউক্রেন সংঘাত দীর্ঘ করতে সম্ভাব্য সবকিছুই করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বিদেশি অস্ত্রের সরবরাহ বাড়ি পরিষ্কারভাবেই তাদের উস্কানিমূল ইচ্ছের কথা জানান দিচ্ছে।’

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সেনা অভিযান শুরু করে। এই ঘটনার পর রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। বর্তমানে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনে নানা ধরনের সমরাস্ত্র পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে।

সূত্র: আল জাজিরা

Development by: webnewsdesign.com