আজ বুধবার ১৮ আগস্ট সকালে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য ৬ দিনের সফরে ঢাকা থেকে বিমানযোগে সৈযদপুর হয়ে লালমনিরহাট যাওয়ার পথে রংপুর পল্লী নিবাসে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করে দো’আ ও ফাতেহা পাঠ করেন-জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইয়াসির সহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Development by: webnewsdesign.com