নরসিংদীর পলাশ উপজেলায় অজ্ঞাত এক যুবতীর(২৪) মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে স্বজনরা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বিষপান করার কথা বলে ওই যুবতীকে তিন থেকে চার জন ব্যক্তি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পরে সেখানে দায়িত্বর চিকিৎসক ওই যুবতীকে মৃত ঘোষণা করলে মরদেহটি ফেলে পালিয়ে যায় স্বজনরা। পলাশ থানার ওসি শেখ মো: নাসিরউদ্দীন জানায়, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই যুবতীর সুরতাহাল সংগ্রহ করে।
এছাড়া মরদেহটির পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় ওসি।
Development by: webnewsdesign.com