পলাশে ইয়াবাসহ বখাটে গ্রেফতার

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | ৪:১৩ অপরাহ্ণ

পলাশে ইয়াবাসহ বখাটে গ্রেফতার
apps

নরসিংদীর পলাশে ৫৩ পিস ইয়াবাসহ মিশকাত হোসেন নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামের হারুন মিয়ার পুকুর ঘাট থেকে ৫৩ পিস ইয়াবাসহ এসআই ইফতেখার তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মিশকাত হোসেন ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত মিশকাত হোসেন এলাকার একজন চিহ্নিত বখাটে। সে এলাকার বিভিন্ন অসৎ ব্যক্তিদের সঙ্গে মিশে মাদক বিক্রি সহ স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করতো। মিশকাত হোসেনের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগেরও একটি মামলা রয়েছে।

Development by: webnewsdesign.com