নরসিংদীর পলাশের শীর্ষ ডাকাত ও হত্যা মামলার আসামী অলিউল্লাহ অলি (৪৫)কে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম নরসিংদীর সদর উপজেলার স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অলি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত অলিউল্লাহ অলি পলাশের শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলা সহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Development by: webnewsdesign.com