গাইবান্ধার জেলার উপজেলার হোসেনপুর ইউপি’র লক্ষ্মীপুর কয়ারপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে হাবিবুর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাবিবুর ওই গ্রামের আব্দুলের ছেলে।
পারিবারিক সূত্র জানা গেছে, হাবিবুর শুক্রবার (৯ অক্টোবর) রাতে পরিবারের লোকজনের সাথে শয়ন ঘরে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একটি বিষধর সাপ ঘরে ঢুকে হাবিবুরের ডান হাতের আগুলে কামড় দেয়।
পরে তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে প্রথমে চিকিৎসার জন্য তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
Development by: webnewsdesign.com