পলাশবাড়ীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ৩৪৮ জন প্রার্থীর ভাগ্যের লড়াই কাল

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ৪:৫০ অপরাহ্ণ

পলাশবাড়ীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ৩৪৮ জন প্রার্থীর ভাগ্যের লড়াই কাল
apps

রাত পোহালেই ভোট আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৪২ জনসহ মোট ৩৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য ১০২ জন ও সাধারণ সদস্য ২০৪ জন প্রার্থী রয়েছেন। ২৮ নভেম্বর রবিবার সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। স্ব স্ব কেন্দ্র ভোট গণনা শেষে পাওয়া যাবে নির্বাচনে জয় পরাজয়ের ফলাফল। ২৭ নভেম্বর সকাল হতে প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ লোকবল পাঠানো হয়েছে।

পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে আইন শৃংখলাবাহিনী সদস্যদের কেন্দ্রে প্রেরণ কালে বিফ্রিং করে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার উদয় কমুার সাহা,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ওুস তদন্ত রুপ কুমার। এদিকে টাউন হল হতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম।

থানা সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর রোববার পলাশবাডীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য এবং শান্তিপুর্ন ভাবে পরিচালনার লক্ষ্যে,ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন পরিচালনায় ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ৬০ টি ভোট কেন্দ্রে ৩ শত ৬৩ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এতে ৯শ ১৮ জন পুলিশ, ৩ হাজার ১শ ৬২ জন আনসার,২ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক ভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ৬ টি ইউনিয়নে পুলিশের ১২ টি মোবাইল টিম,কুইক রেসপন্স টিম (কিউআরটি) র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব ও সাদা পোষাকে দায়িত্ব পালন করবে ডিবি পুলিশ। এছাড়াও ২ টি স্ট্রাইকিং পার্টি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়,তৃতীয়ধাপের ইউপি নির্বাচনের তফশীল অনুযায়ী ২৮ নভেম্বর উপজেলার ৬ ইউনিয়নের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এলক্ষে কেন্দ্রে সমূহে নির্বাচনী সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে। নির্বাচনে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৬’শ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ৬১ হাজার ১৮জন ও মহিলা ৬৪ হাজার ৬’শ ২৯জন।

Development by: webnewsdesign.com