পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তার প্রেম খতিয়ে দেখা হচ্ছে: সিআইডি

শনিবার, ০৭ আগস্ট ২০২১ | ১:৪১ অপরাহ্ণ

পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তার প্রেম খতিয়ে দেখা হচ্ছে: সিআইডি
পুলিশ কর্মকর্তা সাকলায়েন, চিত্রনায়িকা পরীমনি ও সিআইডির অতিরিক্ত ডিআইজি।
apps

আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তার পূর্বের করা মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের গোলাম সাকলায়েনের অনৈতিক সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (৭ আগস্ট) মালিবাগের সিআইডি কার্যালয়ে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক।

তিনি বলেন, ইতোমধ্যে পরীমনিসহ মডেল মৌ, পিয়াসা ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ও ডকেট বুঝে পেয়েছে সিআইডি।পরীমনিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলেও জানানো হয়।

মাদককাণ্ডে র‍্যাবের হাতে পরীমনি গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন।

Development by: webnewsdesign.com