চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টায় জড়িতদের শাস্তি দাবির পর এবার ‘ঢাকা বোট ক্লাব’ বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সাংসদ হারুনুর রশীদ। বুধবার (১৬ জুন) সকালে জাতীয় সংসদে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ এর ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।
হারুনুর রশীদ বলেন, নারীরা ক্লাবে গেলে খারাপ মেয়ে, নারীরা মদ্যপান করলে হারাম, পুরুষরা মদ্যপান করলে কি তা বৈধ? চিত্রনায়িকা পরীমনির ঘটনার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার বোট ক্লাবটির বিষয়েও পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন মাধ্যমে ভাইরাল হচ্ছে যে, ক্লাবটি নদীর মাঝখানে অবস্থিত। ক্লাবটি তুরাগ নদীর পাড় দখল করে হয়েছে কিনা, সেটি দেখতে হবে। এ সময় কলেজ ছাত্রী মুনিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তোলেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এই সাংসদ।
হারুনুর রশীদ বলেন, কিছুদিন আগে ২০-২১ বছরের মেয়ে মুনিয়া ব্যভিচারের শিকার হলো। কারা করলো? এই অপরাধের সাথে কারা জড়িত? এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। সমাজের উচুস্তরের ব্যক্তিরা যারা অপরাধ করছে তাদের আইনের আওতায় আনা গেলে সমাজে নারীর সুরক্ষা নিশ্চিত হবে।
এ সময় বিদেশে নারীর শ্রমিকদের পাঠানো বন্ধের দাবি তোলেন হারুনুর রশীদ। বিদেশে গিয়ে নারী শ্রমিকরা বিপদে পড়লে দূতাবাসগুলো খবর নেয় না বলে অভিযোগ করেন তিনি। আবার দালালরাও নারী কর্মীদের বিদেশে পাঠিয়ে দিয়েই দায়িত্ব শেষ করছে। এ ব্যাপারগুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
Development by: webnewsdesign.com