পরিবর্তন না এলে থাকবেন না পিএসজিতে এমবাপ্পে

রবিবার, ০৮ মে ২০২২ | ১২:১৩ অপরাহ্ণ

পরিবর্তন না এলে থাকবেন না পিএসজিতে এমবাপ্পে
apps

এ এক অদ্ভুত ব্যাপার! একদিন খবর আসে কিলিয়ান এমবাপ্পে পিএসজিতেই থাকছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমবাপ্পেকে নিয়ে এমন খবর ছাপে পিএসজির কারও বলা কথার ওপর ভিত্তি করে। পরের দিনই আবার খবর আসে, হয়তো পিএসজিতে থাকবেন না এমবাপ্পে। সংবাদমাধ্যম এ ধরনের খবর ছাপে আবার এমবাপ্পের দিকের কারও কথার ভিত্তিতে।

এই ধারাবাহিকতায় এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে আজ খবর এসেছে, তিনি এখনো প্যারিস ছাড়ার কথাই ভাবছেন। স্পেনের সংবাদপত্র মার্কা খবরটি ছেপেছে ফ্রান্সের সাবেক ফুটবলার জেরোম রথেনের কথার ভিত্তিতে। বর্তমানে আরএমসি স্পোর্তের ক্রীড়া সাংবাদিক রথেনের কথা—পিএসজিতে পরিবর্তন না এলে এমবাপ্পেকে ধরে রাখা সম্ভব হবে না প্যারিসের ক্লাবটির জন্য।

গত মৌসুমে এমবাপ্পেকে পাওয়ার জন্য পিএসজিকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল রিয়াল। কিন্তু পিএসজি কোনোভাবেই তাঁকে বিক্রি করতে চায়নি। তবে এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন চুক্তি নিয়ে আলোচনা সেভাবে এখনো শুরু হয়নি। রিয়ালের আশা, ফ্রি এজেন্ট হিসেবে এমবাপ্পেকে এই গ্রীষ্মে দলে টানতে পারবে তারা।

এর মধ্যেই দিন দুয়েক আগে ফ্রান্সের পত্রিকা লা পারিসিয়েন এক প্রতিবেদনে লিখেছিল যে পিএসজির সঙ্গে এমবাপ্পের দুই বছরের জন্য নতুন চুক্তির বিষয় প্রায় চূড়ান্ত। খবরটি বের হওয়ার পরপরই এমবাপ্পের মা ফাইজা লামারি মার্কাকে বলেছিলেন, ‘এটা ভুয়া খবর।’

রথেনও লামারির সুরেই কথা বললেন। ফ্রান্সের সাবেক উইঙ্গার ও আরএমসির ক্রীড়া সাংবাদিক বলেছেন, ‘চুক্তি নবায়নের জন্য এমবাপ্পে তৈরি আছে। পিএসজি তাকে বড় অঙ্কের প্রস্তাবও দিতে পারে। কিন্তু এমবাপ্পের কাছে অর্থই মূল বিষয় নয়, ওর কাছে ক্রীড়া প্রকল্পই বড় ব্যাপার।’

এমবাপ্পে তাহলে কী চান? এ বিষয়ে রথেনের কথা, ‘সে (প্রকল্প) নিয়ে সবকিছুর উত্তর চায়। সে এর জন্য অপেক্ষা করছে। কিন্তু সে উত্তর পাচ্ছে না। তার পরিকল্পনাটা এ রকম, পিএসজিতে পরিবর্তন না এলে এখান থেকে চলে যাবে। আশা করছি, পিএসজির শীর্ষস্থানীয়রা এ ব্যাপারে সচেতন আছেন।’

Development by: webnewsdesign.com