পদ্মায় নৌকাডুবির ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌপুলিশ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | ৬:৩০ অপরাহ্ণ

পদ্মায় নৌকাডুবির ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌপুলিশ
apps

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নৌকার দুই মালিক ও মাঝিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে নৌপুলিশ। লাইফ জ্যাকেট বাধ্যতামূলকভাবে না পরিয়ে অবহেলায় নৌকা চালানোয় নৌপুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- নৌকার মালিক ইসা ও মিলন এবং নৌকার মাঝি সুমন। শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহীর দামকুড়া থানায় মামলাটি দায়ের করা হয়।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ দুইজনকে উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী ডুবুরি দল।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। পদ্মায় ঢেউয়ের কারণে কিছুটা বিলম্বে উদ্ধার অভিযান শুরু করেছেন তারা। তবে নিখোঁজ দুইজনকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন তারা।

আর রাজশাহী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদি মাসুদ বলেন, পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও শুক্রবার তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়েই নৌকায় উঠান। অবহেলার কারণে নৌকার মালিক ও মাঝির নামে মামলাটি দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com