পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের কাতল মাছ। ঘটনা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। মাছটির মূল্য ধরা হয়েছে ১৮ হাজার ৭০০ টাকা।
উপজেলার দৌলতদিয়ার মাঝ পদ্মায় সোমবার (১৬ নভেম্বর) ভোরে জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে। এরপর সকাল ১০টার দিকে স্থানীয় একটি বাজার থেকে মাছটি কিনে নেন আরেক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
রোববার রাত ১০টার দিকে কয়েকজন মিলে বাড়ি থেকে বের হয়ে মাঝ পদ্মার দৌলতদিয়া এলাকা থেকে মাছটি ধরেন বলে জানান জানান জেলে আনিস হালদার।
তিনি বলেন, জাল ফেলার কিছু সময় পার হলে জালে ধাক্কা অনুভব করি। তখন বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখি প্রায় ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ।
এরপর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি দুলাল মণ্ডলের আড়ৎ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৭০০ টাকায় কিনে নেন।
Development by: webnewsdesign.com