পদত্যাগ করলেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ‘জোহরাব‘

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ | ১০:৫৯ পূর্বাহ্ণ

পদত্যাগ করলেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ‘জোহরাব‘
জোহরাব মাতসাকানিয়ান
apps

পদত্যাগ করেছেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব মাতসাকানিয়ান। দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ানের সঙ্গে নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তির ব্যাপারে মতনৈক্যের কারণে সোমবার তিনি পদত্যাগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনা নাঘদালিয়ান। খবর আনাদোলু এজেন্সির।

এই ঘোষণার পর প্রধানমন্ত্রী পাশেনিয়ানও ঘোষণা দিয়েছেন মাতসাকানিয়ানকে বরখাস্ত করার।
২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজানের সঙ্গে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধ শুরু করে আর্মেনিয়া। কিন্তু গেল সপ্তাহে হঠাৎ যুদ্ধ বন্ধ করে এক শান্তি চুক্তিতে স্বাক্ষর করে আর্মেনিয়া। সেখানে বলা হয় আজারবাইজান যে অঞ্চল যুদ্ধ করে দখল করেছে সেটা তারা ফেরত পাবে না। পাশাপাশি আরও কিছু অঞ্চল তাদের ছেড়ে দিতে হবে।

এই চুক্তির বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে আর্মেনিয়ার জনগণ। তারা মনে করছে যুদ্ধ থামিয়ে এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করার মানে হচ্ছে পরাজয় মেনে নেওয়া।

একইভাবে পররাষ্ট্রমন্ত্রীও শান্তিচুক্তির বিষয়টির সঙ্গে একমত হতে পারেননি। তাইতো প্রধানমন্ত্রীর সঙ্গে তার মতনৈক্য তৈরি হয় যেটা তাকে বাধ্য করে পদত্যাগ করতে।

Development by: webnewsdesign.com