পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ | ১:৫২ অপরাহ্ণ

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
apps

বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস। এ জন্য তিনি সোমবার (১৮ জানুয়ারি) নিজের সিনেট আসন থেকে পদত্যাগ করবেন।

কমলা হ্যারিস দেশটির ৪৯তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন। এ কারণেই সিনেট আসন থেকে পদত্যাগ করছেন তিনি।

এক প্রতিবেদনে বলা হয়, কমলা হ্যারিস একাধারে একজন আইনজীবী, একজন বর্ষীয়ান অধিকারকর্মী, এবং একজন রাজনীতিক। সেই সাথে তার নামের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ভাইস প্রেসিডেন্ট পদবি। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান বংশোদ্ভূত মার্কিন নারী যিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ক্যালিফোর্নিয়া থেকে একজন জুনিয়র সিনেটর নির্বাচিত হওয়ার ৪ বছর পরে সোমবার (১৮ জানুয়ারি) তিনি তার আসন থেকে পদত্যাগ করছেন।

Development by: webnewsdesign.com