পবিত্র মাহে রমজান ও ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (১লা মে ) ইফতারের আগে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকার বিভিন্ন ইজিবাইক, রিক্সা-ভ্যানচালকসহ পথচারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ রাসেল,সহ-সভাপতি এন মোহাম্মদ জুনাইদ খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোর্শেদ মান্নান ,মনির উদ্দীন জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল ফয়েজ, সহ-অর্থ- সম্পাদক মোহাম্মদ শফি আলম প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি শেখ আবদুল্লাহ জানান, পবিত্র রমজান মাসে রোজাদারদের সুবিধার্থে রিক্সা-ভ্যানচালকসহ পথচারীদের মাঝে এ ইফতার এর আয়োজন করা হয়।
Development by: webnewsdesign.com