নওগাঁর পত্নীতলায় সকল নাগরিক সমাজের পক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের জন্য দাবী জানিয়েছেন অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন “অদম্য নজিপুর “।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে সংগঠনের সদস্যরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার কে এবং সিভিল সার্জন বরাবর স্মারকলিপি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তাকে জমা দিয়েছেন।
উল্লেখ্য নওগাঁ জেলা শহরের পরেই এটি গুরুত্বপূর্ণ উপজেলা, পত্নীতলা উপজেলা নওগাঁর একটি বৃহৎ উপজেলা এছাড়া পাশাপাশি চারটি উপজেলার প্রাণ কেন্দ্র হওয়ার এখানে এ উপজেলা ছাড়াও পাশের চারটি উপজেলার অনেক মানুষ এ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। সারা দেশে করোনার বিস্তার ও মৃত্যু বৃদ্ধি হ্চ্ছে এ উপজেলাতেও করোনা রোগী বৃদ্ধি হয়েছে। এছাড়া শাসকষ্ট সহ না রোগে অক্সিজেন প্রয়োজন হয় যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ বলেন স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে অবেদন করা হয়েছে আশা করছি দ্রুত আমরা একটা ভা রেজাল্ট পাবো।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার জানান ইতিমধ্যেই এ নিয়ে পত্নীতলা উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে। অন্যান্য উপজেলার ন্যায় এডিবি’র বরাদ্দকৃত ২৫ লক্ষ টাকা পরিষদের তহবিলে যোগ হয়েছে। তবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর একজন নেতা যিনি অত্র উপজেলারই সন্তান, উপজেলা প্রসাশনকে জানিয়েছেন তিনি এ নিয়ে উধ্বর্তন মহলে চেষ্টা তদবির চালাচ্ছেন। যার কারনে স্থানীয় উপজেলা প্রশাসন বিষয়টিকে ১৫ দিনের পর্যবেক্ষনে রেখেছেন। অবস্থার অগ্রগতি না হলে এডিবির বরাদ্দকৃত অর্থায়নেই পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে।
Development by: webnewsdesign.com