পত্নীতলায় জাতীয় ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যা‌ম্পেইন এর উদ্বোধন

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ৮:১০ অপরাহ্ণ

পত্নীতলায় জাতীয় ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যা‌ম্পেইন এর উদ্বোধন
apps

সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় জাতীয় ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ শুরু হ‌য়ে‌ছে। উপ‌জেলা স্বাস্থ্য বিভা‌গের আ‌য়োজ‌নে এবং জাতীয় পু‌ষ্টি‌সেবা, জনস্বাস্থ্য পু‌ষ্টি প্র‌তিষ্ঠান স্বাস্থ্য অ‌ধিদপ্তর ও স্বাস্থ্য ও প‌রিবার কল্যান মন্ত্রনালয় এর বাস্তবায়‌নে রবিবার (৪ অ‌ক্টোবর) বেলা ১০ টায় উপ‌জেলা স্বাস্থ্য ক‌মপ্লেক্সে এই ভিটামন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়।

শিশু‌দের ভিটা‌মিন এ ক্যাপসুল খাই‌য়ে এই ক্যম্পেই‌নের শুভ উদ্বোধন ক‌রেন উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ । এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডাঃ দেবাশীষ রায়প্রমূখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপ‌জেলার ১১টি ইউনিয়‌নে পর্যায়ক্র‌মে ৪ তা‌রিখ থে‌কে শুরু ক‌রে চল‌তি মা‌সের ১৭ তা‌রিখ পর্যন্ত সপ্তা‌হে ৪ দিন ক‌রে মোট ৮ দিন ৬ মাস থেকে ৫ বছর বয়‌সি শিশুকে ভিটা‌মিন ‘এ’ ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

Development by: webnewsdesign.com