পটুয়াখালীর বাউফলে মানুষ করোনার টিকা নিতে যাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | ৫:১০ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফলে মানুষ করোনার টিকা নিতে যাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে
apps
কোভিড-১৯ নিয়ন্ত্রণে ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যপি করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হলেও টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে দেশের অন্যান্য এলাকার মতো বাউফলের মানুষের মধ্যেও নানাবিধি ভুল ধারণা কাজ করছিল।
কিন্তু এখন ক্রমেই সেই ধারণা পাল্টে যাচ্ছে এবং স্বতুষ্ফূর্তভাবে মানুষ টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিষয়টিকে পজেটিভ বলেই মনে করছেন।
গত ৭ ফেব্রুয়ারি স্থানীয় এমপি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এক অনুষ্ঠানের মাধ্যমে নিজে টিকা গ্রহণ করে বাউফলে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আ.স.ম. ফিরোজ বাউফলের মানুষকে টিকা নেয়ার আহবান জানিয়েছেন। ওই দিন চিকিৎসক, সাংবাদিক এবং জনপ্রতিনিধিসহ ৪৯ জন টিকা গ্রহণ করেন।
এরপর থেকে বাউফল থানা পুলিশ, শিক্ষক এবং ব্যবসায়িরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিকা নিতে শুরু করেন। আজ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ২৭৯ জন টিকা নিয়েছেন। এখনো পর্যন্ত টিকা গ্রহণকারীদের শরীরে কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।  টিকা গ্রহীতাদের ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছে টিকা সম্পর্কে মানুষের ভুল ধারণা কমে আসছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বাউফলের সকল পুলিশই পর্যায়ক্রমে টিকা নিচ্ছেন।
উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাচ জানান, টিকা নেয়ার পর সুস্থ্য আছি এবং স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছি। কোন ধরণের অসুবিধা হচ্ছে না। উপজেলার বাণিজ্যিক বন্দর কালাইয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ি শিবানন্দ রায় বণিক, চাকরিজীবী খোকন কর্মকার জানান, টিকা নিয়েছি এবং সুস্থ্য আছি। স্বাভাবিক কাজকর্ম করছি কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাউফলের প্রবীন সাংবাদিক অধ্যপক আমিরুল ইসলাম বলেন, প্রথম দিনই টিকা নিয়েছি। আল্লাহর রহমতে ভাল আছি।
স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সায়ম জানান,  ১০ ফেব্রুয়ারি পর্যন্ত  ২৭৯ জন টিকা নিয়েছেন। এখনো কোন পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান,  প্রথম ধাপে সারে চার হাজার মানুষকে টিকা দেয়ার পরিকল্পণা রয়েছে। আসা করি লক্ষ্যমাত্র অর্জন করতে পারবো। আগামি ২০ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের টিকা দেয়া শুরু হবে।
স্থানীয় এমপি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজ বলেন, এমন একটা সময় আসবে যখন সরকারি কোন সহায়তা পেতে হলে টিকা গ্রহণের সনদ লাগবে। বিশ্বের সকল দেশের মানুষই টিকা নিচ্ছে। আওয়ামী লগি বিরোধি কিছু ষরযন্ত্রকারীরা মানুষকে টিকা সম্পর্কে ভুল বোঝাচ্ছে। আসা করি বাউফলসহ দেশের সকল মানুষই টিকা গ্রহণ করবেন।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০

Development by: webnewsdesign.com