মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ৬:০১ অপরাহ্ণ
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর সংযোগ খালে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে ফাহাদ বীন দলিল উদয় (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) বেলা সারে ১১ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। উদয় ওই গ্রামের দলিল উদ্দিন হাওলাদারের একমাত্র ছেলে। ঢাকার কেরানীগঞ্জে উদয়ের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ফাহাদ বীন দলিল উদয় তিন মাস আগে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলায় বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম তৈয়বা আক্তার শিফা (২২)।
নিহতের স্বজন বাউফল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রুনিয়া বেগম জানান, তিন দিন আগে ঢাকা থেকে উদয় তাঁর নিজ গাড়িত করে স্ত্রীসহ গ্রামের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের শৈলা গ্রামে বেড়াতে আসেন।
আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সারে ১১ টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে স্ত্রী এবং নাবিল ও স্বরন নামর দুই ফুফাত ভাইকে সাথে নিয়ে তেঁতুলিয়া নদী সংলগ্ন খালে গোসল করতে যায়। উদয় গোসল করতে খালে নামলে মুহুর্তের মধ্যে পানিত ডুবে যায়। দুই ফুফাত ভাই অনেক চেষ্টা করে তাকে ওপরে উঠাতে না পেরে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন দেড়ঘন্টা চেষ্টার পর উদয়ের লাশ উদ্ধার করে।
কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মদ বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৯