পটুয়াখালীর নাইয়াপট্রি এলাকায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | ৬:১২ অপরাহ্ণ

পটুয়াখালীর নাইয়াপট্রি এলাকায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
প্রতিকী ছবি
apps

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ড নাইয়াপট্রি এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী নুপুর মন্ডল (১৮)।

আজ (শনিবার) সকালে ঘটনাটি ঘটে। নিহত কলজে ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল ৯টার দিকে নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রায় আধা ঘন্টা তার কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন।

নিহত নুপুর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাইয়াপট্রি এলাকার মহাদেব মন্ডলের মেয়ে। কী কারণে সে আত্মহত্যা করেছে তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা।

কলাপাড়া থানার এস আই মো. শওকত জাহান জানান, হাসপাতাল থেকে নিহত কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারনে সে আত্মহত্যা করেছে তার তদন্ত চলছে বলে তিঁনি জানান। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Development by: webnewsdesign.com