পটুয়াখালীতে র‍্যাবের হাতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ১:৪৪ অপরাহ্ণ

পটুয়াখালীতে র‍্যাবের হাতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
apps

পটুয়াখালীর মহিপুরে থেকে অস্ত্রসহ ২ জন সন্ত্রাসী কে আটক করেছে র‍্যাব।গত শনিবার সন্ধ্যার দিকে মহিপুরের একটি মাছের আড়ৎ থেকে র‌্যাব-৮, বরিশাল সিপিসি কোম্পানীর একটি বিশেষ অভিযানে ২ টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজ, ১ টি বিদেশী রিভলবার ৮ রাউন্ড গুলি ও ২ টি চাপাতিসহ তাদের আটক আটক করে র‌্যাব-৮, বরিশাল সিপিসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানাধীন একটি মাছের আড়ৎ এর সামনে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের জন্য অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও করে আটক করে। আটককৃতরা হলো -মহিপুরের সখীপুর গ্রামের এছহাক জোমাদ্দারের ছেলে মোঃ সোহাগ জোমাদ্দার (৩০) ও একই গ্রামের মৃত সফদার খন্দকারের ছেলে মোঃ ফারুক খন্দকার (৫০)।

এ ব্যাপারে র‌্যাব-৮ বরিশাল সিপিসি-১ এর ডিএডি মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে মহিপুর থানায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

Development by: webnewsdesign.com