পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২০৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলার বাউফলের বগা এলাকায় তালহা নামে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। রোববার (২৫ এপ্রিল) সকালে ওই শিশু মারা যান।
এ নিয়ে সরকারি হিসেবে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৮ হাজার ৭২৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮ হাজার ৩৪৮ জন। বর্তমানে ৩৭৯ জন ডায়রিয়ার রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ মোট ৪ জন মারা গেছে। তবে স্থানীয়দের তথ্যানুযায়ী এ পর্যন্ত ১৮ জন ডায়রিয়ায় মারা গেছেন। এর মধ্যে মির্জাগঞ্জে ১২ জন, দুমকিতে ৩ জন, বাউফলে ২ জন ও সদর উপজেলায় একজনের ডায়রিয়ায় মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালে ৬১ জন, মির্জাগঞ্জে ৫১ জন, গলাচিপায় ২৩ জন, বাউফলে ১৯ জন, দশমিনায় ১৭ জন, দুমকিতে ১৬ জন, কলাপাড়ায় ১১ জন ও সদর উপজেলায় ৬ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম শিপন জানান, ডায়রিয়ার প্রকোপ আগের চেয়ে কিছুটা কমেছে। তবে ডায়রিয়ার যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। অন্যদিকে ৮৬টি মেডিকেল টিম ডায়রিয়া মোকাবেলার কাজ করছে।
Development by: webnewsdesign.com