পঞ্চগড়ে শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১ | ৩:৪১ অপরাহ্ণ

পঞ্চগড়ে শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
apps

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন সহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, ওসি(তদন্ত) দুলাল উদ্দীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের প্রধানগণ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা।

Development by: webnewsdesign.com